Door43-Catalog_bn_tn/ROM/11/11.md

1.1 KiB

তাহারা কি পতনের নিমিত্ত উছোট খাইয়াছে?

“ঈশ্বর কি তাদের সর্বদার জন্য তিরস্কার করেছেন কারণ তারা পাপ করেছে?”

কখনও না

“ইহা সম্ভব নয়” অথবা “কোন মতেই না!” এই অভিব্যাক্তি গুলি জোরাল ভাবে এটির ইতিবাচক হওয়া কে নাকোচ করে। আপনি আপনার ভাষায় একই প্রকারের অভিব্যাক্তি ব্যবহার করতে পারেন যদি তা রয়েছে। দেখুন 9:14 পদটি কেমন ভাবে অনুবাদ করা হয়েছে।

অন্তরজ্বালার জন্য . . . উত্তেজিত করা

এই বাক্যাংশটি ১০:১৯ পদ যেভাবে করেছিলেন সেইভাবেই করুন।