Door43-Catalog_bn_tn/ROM/11/06.md

1.8 KiB

কিন্তু ইহা যদি অনুগ্রহের দ্বারা হয়

“পৌল ক্রমাগত বর্ণনা করে চলেছেন কিভাবে ঈশ্বরের দয়া কাজ করছে। “কিন্তু যেহেতু অনুগ্রহেই ঈশ্বরের দয়া কাজ করছে।”

তবে কি?

“আমারা কি সিধান্ত করবো?” একান্তর অনুবাদঃ “আমাদের ইহা মনে রাখতে হবে।” (দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন)

ঈশ্বর তাদের নিষ্প্রভতার আত্মা দিলেন, এমন চখু দিলেন যে তাহারা দেখতে পাই না, এবং এমন কর্ণ যে তারা শূনতে পাই না

এই একধরনের রুপকালঙ্কার যার দ্বারা এই বোঝানো হচ্ছে যে তাহারা আত্মিক ভাবে নিস্তেজ। তারা আত্মিক সত্য দেখতে ও শূনতে অক্ষম।

চক্ষু যেন তারা দেখতে না পায়

একজনের চক্ষু দ্বারা দেখার চিন্তাধারাকে কোন কিছু বোঝার সমতুল্য করে গণ্য করা হয়েছ।

কর্ণ যেন তাহারা শুনিতে না পায়

একজনের কর্ণ দ্বারা শোনার চিন্তাধারাকে কোন কিছুর আজ্ঞাবহ হবার সমতুল্য করে গণ্য করা হয়েছে।