Door43-Catalog_bn_tn/ROM/11/04.md

860 B

ঈশ্বরের উত্তর তাদের কি বলে

পৌল এই প্রশ্ন দ্বারা তার শ্রোতাদের তার দ্বিতীয় বিন্দুতে নিয়ে আসতে চায়ছেন। (দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন)

ঈশ্বরের উত্তরে কি বলেন

“ঈশ্বর কিভাবে উত্তর দেন” (দেখুনঃ বাক্যালঙ্কার বিশেষ)

তাহাকে

সর্বনাম পদ “তাহাকে” বলতে এলিয়ের কথা বঝানো হয়েছে।

সাত হাজার মানুষ

“৭০০০ মানুষ” । (দেখুনঃ নম্বর অনুবাদ করা)