Door43-Catalog_bn_tn/ROM/11/01.md

2.9 KiB

তবে আমি বলি

“তবে আমি পৌল বলি”

ঈশ্বর কি তার প্রজাদের তিরস্কার করেছেন?

পৌল এই প্রশ্নটি করছেন যেন নিরাস হয়ে পড়া ইহুদীদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন যে ঈশ্বরের প্রজার তালিকায় অন্যজাতিদের নাম নথিভুক্ত হয়েগেছে এবং সেই সঙ্গে ইহুদীদের হৃদয় কঠিন হয়ে রয়েছে। (দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন)

কখনও না

“ইহা হইতে পারে না!” অথবা “”কোন মতেই না!” এই অভিব্যাক্তি গুলি জোরাল ভাবে এটির ইতিবাচক হওয়া কে নাকোচ করে। আপনি আপনার ভাষায় একই প্রকারের অভিব্যাক্তি ব্যবহার করতে পারেন যদি তা রয়েছে। দেখুন ৯:১৪ কিভাবে অনুবাদ করেছেন।

বিন্যামিন গোত্রীয়

এটি বিন্যামিন থেকে আগত বংশধরদের ইঙ্গিত করে, ঈশ্বরের বিভাজিত ১২ গোসটির মধ্যে এক জন।

যাহাকে তিনি পূর্বে জানিতেন

“আগে থেকেই যাকে তিনি জানতেন”

তোমরা কি জানো না যে শাস্ত্র এলিয় সম্বন্ধে কি বলে যে তিনি কেমন করিয়া ঈশ্বরের কাছে ইস্রায়েলের বিপক্ষে বিনতি করিলেন?

“তোমরা নিশ্চয় জানো শাস্ত্রে কি লিখিত আছে। তোমাদের স্মরণ কর যে এলিয় ঈশ্বরের কাছে ইস্রায়েলের বিপক্ষে বিনতি করেছিলেন। ” (দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন)

শাস্ত্র কি বলে

পৌল বলতে চায়ছেন শাস্ত্রে কি লিখিত আছে। (দেখুনঃ নররুপায়ন)

তাহারা বধ করিয়াছে

ইস্রায়েলের লোকেরা বধ করেছে

আমি একাই অবশিষ্ট রইয়াছি

“আমি” সর্বনামটি এলিয়ের কথা বলছে।