Door43-Catalog_bn_tn/ROM/09/19.md

1.2 KiB

তোমরা

পৌল তার শিক্ষা সমালচক দের কাছে রাখছেন এমন ভাবে যেমন কোন ব্যাক্তির সঙ্গে কথা বলছেন। তোমরা এখানে বহুবচনে রয়েছে। (দেখুনঃ তুমি

র বিভিন্ন রূপ)

তার . . . তাহার

এটি ঈশ্বরকে ইঙ্গিত করছে।

যা গঠন/তৈরি করা হয়েছে তা কি বলবে . . . দৈনন্দিন ব্যবহারে?

পৌল, কুম্ভকারের সম্পূর্ণ অধিকার আছে যে সে তার মাটি দিয়ে যেরূপ পাত্র ইচ্ছা করে বানাতে পারে এটিকে একটি বাল্যালঙ্কার রূপে ব্যবহার করে বলছেন নির্মাতারও অধিকার আছে তার নির্মিত জিনিস তিনি যেভাবে ইচ্ছা করেন বানাতে পারেন। (দেখুনঃ বাক্যালঙ্কার)