Door43-Catalog_bn_tn/ROM/09/10.md

2.6 KiB

আমাদের পিতা ইসাহাক . . . ইহা শুধুমাত্র

আমাদের হয়ত ৯:১১ পদ ৯:১২ পদের পরে রাখতে হবে।” “আমদের পিতা ইসাহাক, ইহা তাহাকে বলা হয়েছিল, ‘জ্যেষ্ঠ কনিষ্ঠের সেবা করিবে।’ এখনও সন্তানের জন্ম হয় নি . . . যিনি তাহাকে আহ্বান করিয়াছেন তাহার জন্য। ইহা শুধুমাত্র।”

আমাদের পিতা

ইসাহাক পৌল এবং রোমের ইহুদী বিশ্বাসীদের পূর্বপুরুষ ছিলেন। (দেখুনঃ অন্তর্নিহিত)

গর্ভবতী

“গর্ভবতী হওয়া”

সন্তানদের এখনও জন্ম হয় নি, এমনকি তাহার ভালো বা মন্দ কিছুই করে নি

“সান্তদের জন্ম হইবার ও কোন ভালো বা মন্দ কাজ করার আগে”

মনোনয়ন অনুসারে ঈশ্বরের উদ্দেশ্য যেন স্থিরীকৃত হয়

“যেন ঈশ্বর যা ঘটাতে ইচ্ছে করেন মনোনয়েন অনুসারে তাহাই যেন ঘটে”

কারণ এখনও সন্তানদের জন্ম হয় নি

“সন্তানদের জন্ম হইবার আগে”

এমনকি কোন ভালো বা মন্দ কিছুই করে নি

“তাহারা কিছু করেছে সেই জন্য নয়”

তাহার জন্য

ঈশ্বরের জন্য

ইহা তাহাকে বলা হয়েছিল, “জ্যেষ্ঠ কনিষ্ঠের সেবা করিবে”

ঈশ্বর রিবিকাকে বলেছিলেন, যে “জ্যেষ্ঠ পুত্র কনিষ্ঠ পুত্রের সেবা করবে”

“যাকোব কে আমি প্রেম করেছি কিন্তু এষৌকে আমি ঘৃণা করেছি

যাকোন কে তিনি যতটা প্রেম করেছেন সেই তুলনায় ঈশ্বর এষৌকে ঘৃণা করেছেন। (দেখুনঃ অতিশয়োক্তি)