Door43-Catalog_bn_tn/ROM/09/03.md

2.0 KiB

কেননা আমিও ইচ্ছা করি যে আমার ভ্রাতৃগণের জন্য, যারা মাংস সম্বন্ধে আমার নিজের লোক তাদের জন্য যেন খ্রীষ্ট থেকে দূরীকৃত ও শাপগ্রস্ত হই

একান্তর অনুবাদঃ আমি ব্যাক্তিগত ভাবে এই ইচ্ছা করি যে ঈশ্বর আমাকে অভিশাপ দেন এবং খ্রীষ্ট থেকে আমাকে চিরতরে পৃথক রাখুন, যদি তা আমার ইহুদী ভাইদের, আমার নিজের লোকেদের খ্রীষ্টে বিশ্বাস করতে সাহায্য করে।”

তাহারা ইহুদী লোক

“তাহারা আমার মতই ইহুদী জাতির লোক। ঈশ্বর তাদের যাকোবের বংশধর হইবার জন্য মনোনীত করেছেন।”

তাহাদেরই পিতৃপুরুষেরা যাহাদের মধ্য থেকে মাংস সম্বন্ধে খ্রীষ্ট আসিয়াছেন

“খ্রিষ্ট শারীরিক ভাবে তাহাদের পিতৃপুরুষদের মধ্য হইতেই আসিয়াছেন।”

খ্রীষ্ট, যিনি সর্বেসর্বা, ঈশ্বর চিরতরে আশীর্বাদ করিয়াছেন

এটি একটি সম্পূর্ণ আলাদা বাক্যরূপে অনুবাদ করা যায়ঃ “খ্রীষ্টই সর্বেসর্বা এবং ঈশ্বর তাহাকে চিরতরে আশীর্বাদ করিয়াছেন।”