Door43-Catalog_bn_tn/ROM/08/33.md

1.9 KiB

কে ঈশ্বরের মনোনীতদের বিরুদ্ধে অভিযোগ করবে? ঈশ্বর নিজেয় ত ধার্মিক প্রতিপন্ন করেন

পৌল প্রশ্ন ব্যবহার করছেন বোঝানোর জন্য। একান্তর অনুবাদঃ “কেউ আমাদের অভিযোগ করতে পারে না কারণ তিনি নিজেই আমাদের তাহার সঙ্গে সঠিক সম্পর্কযুক্ত করেছেন।” (দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন)

সে কে যে অনুযোগ করবে? এটি কি খ্রীষ্ট যীশু . . . এবং যিনি নিজেই আমাদের জন্য মধ্যস্থতা করছেন?

পৌল প্রশ্ন ব্যবহার করছেন বোঝানোর জন্য। একান্তর অনুবাদঃ “কেউ আমাদের অভিযোগ করতে পারে না কারণ এটি যীশু খ্রীষ্ট . . . এবং তিনিই আমাদের জন্য মধ্যস্থতা করেন।”

এমন কি তিনি মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত হইলেন

এটি একটি কত্তিবাচক ক্রিয়া দ্বারা অনুবাদ করা যায়ঃ “এমন কি তাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উত্থাপিত করিলেন” অথবা “এমন কি তিনি জীবনে ফিরে এলেন।” (দেখুনঃ কত্তিবাচ্য বা কর্মবাচ্য)।