Door43-Catalog_bn_tn/ROM/08/31.md

1.5 KiB

তাবে এই সকল বিষয় সম্বন্ধে আমরা কি বলিব? যদি ঈশ্বর আমাদের পক্ষে তবে আমাদের বিপক্ষ কে হবে?

পৌল পূর্বে বলা তার প্রধান বিন্দুর উপর জোর দেওয়ার জন্য প্রশ্ন ব্যবহার করছেন। একান্তর অনুবাদঃ “এই সমস্ত বিষয় থেকে আমরা এইটি নিশ্চয় জানিঃ যেহেতু ঈশ্বর আমাদের সাহায্য করেন কেউ আমাদের পরাস্ত করতে পারে না।” (দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন)

কিন্তু তাদের সপে দিলেন

“কিন্তু তাদের শত্রুর হস্তে সমর্পণ করলেন”

কেমন করে তিনি আমাদেরকে তাহার সঙ্গে সমস্তই বিনামুল্যে দিবেন না?

পৌল প্রশ্ন ব্যবহার করছেন বোঝানর জন্য। একান্তর অনুবাদঃ “তিনি নিশ্চিতভাবে এবং বিনামূল্যে আমাদের সমস্তও দিবেন। ”