Door43-Catalog_bn_tn/ROM/07/22.md

1.5 KiB

আন্তরিক মনুষ্য

মানুষের যে অংশটি দেহ মারা যাবার পর রয়ে যায় (দেখুনঃ বাক্যালঙ্কার বিশেষ)।

আমার শরীরের অংশে অন্য প্রকার এক ব্যবস্থা দেখছি , যা আমার মনের নতুন ব্যবস্থা সম্বন্ধে চেতনা এবং আমাকে বন্দি করতে চায়

“আমার পুরাতন স্বভাব যা করাতে চায় আত্মার অধীনে থেকে নতুন ব্যবস্থায়/নীতিতে যেন জীবন যাপন না করি, আমি আর তা করতে সক্ষম নয়”

আমার শরীরের অংশে অন্য প্রকার এক ব্যবস্থা দেখছি

পুরাতন স্বভাব, মানুষ জন্মের সময় যে রকম থাকে

নাতুন ব্যবস্থ/সিধান্ত

নতুন আত্মাতে জাগরিত স্বভাব

পাপের ব্যবস্থা/সিধান্ত যা আমার শরীরের অংশে আছে

“আমার পাপের স্বভাব,” সেই পাপপূর্ণ স্বভাব যা নিয়ে আমি জন্ম গ্রহন করেছি.