Door43-Catalog_bn_tn/ROM/07/09.md

940 B

পাপ জীবন পুনরুদ্ধার করেছে

এর মানে ১)”আমি বুঝতে পারলাম যে আমি পাপ করছি (UDB) অথবা 2) “আমি প্রচণ্ড ভাবে পাপ করতে চায়।” (দেখুনঃ নররুপায়ন)

যে ব্যবস্থা/আজ্ঞা টি জীবন ফিরিয়া আনার জন্য ছিল, আমি পেলাম সেটি মৃত

পৌল আক্ষরিক অর্থে মরেন নি। একান্তর অনুবাদঃ “ঈশ্বর আমাকে ব্যবস্থা/আজ্ঞা দিয়ছিলেন যেন আমি বেঁচে থাকি, কিন্তু পরিবর্তে আমি মারা যায়।” (দেখুনঃ বাক্যলঙ্কার বিশেষ)