Door43-Catalog_bn_tn/ROM/05/20.md

1.5 KiB

ব্যবস্থা সেইসঙ্গে উপস্থিত হইল

“ব্যবস্থা ছিঁচকে চোরের মত ঢুকে পরল” (দেখুনঃ নররুপায়ন)

অপরাধের বাহুল হয়

এর মানে দুটিই যেন “লোকের কত গভীরভাবে পাপ করেছে তা অনুভব করে” (দেখুনঃ UDB) এবং “লোকেরা যেন আরও বেশি পাপ করে।”

উপচিয়া পরে

“বৃদ্ধি পাই”

যেমন পাপ মৃত্যুতে রাজত্ব করিল

“যেমন পাপ মৃত্যুতে প্রতিফলিত হইল”

তেমনই অনুগ্রহ ধার্মিকতা দ্বারা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের মাধ্যমে অনন্ত জীবনের জন্য রাজত্ব করে

“আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ধার্মিকতা দ্বারা অনুগ্রহ লোকেদের অনন্ত জীবন দিল”

আমাদের প্রভু

পৌল সমস্ত বিশ্বাসী ও তাঁর পাঠকদের সঙ্গে করে বলছেন। (দেখুনঃ অভ্যন্তরীণ)