Door43-Catalog_bn_tn/ROM/05/14.md

2.1 KiB

তথাপি

“এখন পর্যন্ত” বা “ আদমের সময় থেকে মোশির সময় পর্যন্ত তখনও কোন লিখিত ব্যবস্থা ছিল না, কিন্তু ” (দেখুনঃ৫ঃ১৩)

আদম থেকে মোশি পর্যন্ত মৃত্যু রাজত্ব করেছে

পৌল মৃত্যুকে এক রাজার সঙ্গে তুলনা করছেন। (দেখুনঃ রুপকালঙ্কার )। একান্তর অনুবাদঃ “আদমের সময় থেকে মোশির সময় পর্যন্ত লোকেরা ক্রমাগত মারা যাচ্ছিল পাপের পরিণাম সরুপ।”

এমনকি তাদের উপর যারা আদমের মত অবাধ্যতার পাপ করে নি

“এমনকি যাদের পাপ আদমের থেকে আলাদা ছিল তারাও ক্রমাগত মারা যাচ্ছিল”

যে আসার ছিল তার মানবমূর্তি সে

আদম ছিল খ্রীষ্টের ভাবমূর্তি যিনি পরে এসেছেন। তাঁর তাহার সঙ্গে অনেককিছু এক ছিল।

আর যদি . . . অনেকে মরিল . . . অনেকের প্রতি ঈশ্বরের অনুগ্রহ এবং দান . . উপচিয়া

“অনেকে মরিল” ইহা গুরুত্ব পূর্ণ কিন্তু তাঁর চেয়েও গুরুত্বপূর্ণ হল “ঈশ্বরের অনুগ্রহ ও দান” উপচিয়া পরিল।

অনেক বেশি অনুগ্রহ . . . এবং দান . . উপচিল

“অনুগ্রহ এবং দান” “আজ্ঞা লঙ্ঘনের” চেয়েও মহার ও শক্তিশালী।