Door43-Catalog_bn_tn/ROM/05/10.md

974 B

আমাদের . . . আমরা

সমস্ত “আমার” শব্দগুলি সমস্ত বিশ্বাসীদের ইঙ্গিত করে বলা হয়েছে এবং এটি শুধু এই পত্রেরে ক্ষেত্রে। (দেখুনঃ অন্তর্ভুক্ত)

তাহার পুত্র . . . তাহার জীবন

“ঈশ্বরের পুত্র . . . ঈশ্বরের পুত্রের জীবন”

পুনর্মিলিত হইবার পর

“এখন যে আমরা পুনরায় তাহার মিত্র হইবার পর।” একান্তর অনুবাদ

“এখন ঈশ্বর পুনরায় আমাদের তাহার মিত্র গননা করেছেন।” (দেখুনঃ কত্তিবাচ্য ও কর্মবাচ্য