Door43-Catalog_bn_tn/ROM/05/01.md

1.6 KiB

সেইজন্য

“এইকারনে”

আমরা . . আমাদের

সমস্ত “আমরা” ও “আমাদের” শব্দ গুলি সমস্ত বিশ্বাসীদের ইঙ্গিত করা হয়েছ, এটি শুধুমাত্র এই পত্রের ক্ষেত্রে।

আমাদের প্রভু যীশু খ্রীষ্টের দ্বারা

“আমাদের প্রভু যীশু খ্রীষ্টের জন্য”

তাহারি দ্বারা বিশ্বাসে আমরা এই অধিকার লাভ করিয়াছি সেই অনুগ্রহে আমরা দাড়িয়েও আছি

পৌল তুলনা করছেন বিশ্বাসীরা অনুগ্রহ পেয়ে এক রাজার কাছে দাঁড়াইবার জন্য সক্ষম হচ্ছেন। “কেননা আমরা বিশ্বাস করি যীশু খ্রীষ্টেই ঈশ্বর এই অনুগ্রহ দেন যেন আমরা ঈশ্বরের সন্মুখে দাঁড়াইতে পারি”।

ঈশ্বরীয় প্রত্যাশার মহিমায় আমরা আনন্দিত হও

“আমাদের যে আশা আছে তার জন্য আমরা আনন্দিত যে আমরা ঈশ্বরের মহিমা অনুভব করি”