Door43-Catalog_bn_tn/ROM/04/06.md

1.4 KiB

দায়ুদও সেই ব্যাক্তিকে ধন্য বলেছিলেন যাকে ঈশ্বর কাজ ব্যাতিরেকে ধার্মিক গননা করেছেন

একান্তর অনুবাদঃ “ একিই ভাবে দায়ুদ লিখেছেন ঈশ্বর কিভাবে তাকে আশীর্বাদ করেছেন যাকে কাজ ব্যাতিরেকে তিনি ধার্মিক গননা করেছেন।

যাদের অপরাধ ক্ষমা হয়েছে . . . যাদের পাপ আচ্ছাদিত হইয়াছে . . . যার পক্ষে ঈশ্বর পাপ গণ্য করেন না

একান্তর অনুবাদঃ যাদের অপরাধ প্রভু ক্ষমা করেছেন . . . যাদের পাপ প্রভু আচ্ছাদন করেছেন . . . যাদের পাপ ঈশ্বর গণ্য করবেন না” একিই ধারনা তিন ভাবে বলা হয়েছে, একটি দুগুন বিষয় “তিনগুণে” বাড়ানো হয়েছে।(দেখুনঃ জোড়ায় জুড়ি, কত্তিবাচ্চ, কর্মবাচ্চ)