Door43-Catalog_bn_tn/ROM/04/01.md

1.5 KiB

পৌল ক্রমাগত অলঙ্কারিক প্রশ্নের উত্তর দিয়ে জোর দিচ্ছেন তার প্রতিটি বিন্দুর সত্যতার উপর

(দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন)

তবে আমরা কি বলিব, অব্রাহাম আমাদের পূর্বপুরুষ মাংস সম্বন্ধে কি পাইল?

এইটি আমদের শারীরিক পিতৃপুরুষ অব্রাহাম পাইল।” পৌল এই প্রশ্নটি ব্যবহার করছেন পাঠকদের মনকে আকর্ষণ করার জন্য এবং নতুন কিছু বিষয় শুরু করার জন্য। (দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন)

তবে শাস্ত্র কি বলে

“কারণ আমরা শাস্ত্রে পরতে পারি” (দেখুনঃ অলঙ্কারিক প্রশ্ন এবং নররুপায়ন)

এবং ইহা তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণ্য হইল

“এবং ঈশ্বর অব্রাহামকে ধার্মিক বলিয়া গণ্য করিলেন” (দেখুনঃ কত্তিবাচ্চ এবং কর্মবাচ্চ)