Door43-Catalog_bn_tn/REV/16/17.md

2.1 KiB

ঈশ্বর ব্যাবিলনকে সম্পূর্ণভাবে ধ্বংস করেন|

তার বাটি ঢাললেন

AT: " তার বাটির মদ্য ঢেলে দিলেন" অথবা " ঈশ্বরের ক্রোধ যা তার বাটিতে ছিল তা তিনি ঢেলে দিলেন" (রূপক দেখুন)

তারপর অতি পবিত্র স্থান এবং সিংহাসন থেকে একটি উচ্চ রব এল

এর অর্থ সিংহাসনের উপর বসে থাকা বা সিংহাসনের কাছে দাড়িয়ে থাকা কেউ একজন উচ্চস্বরে কথা বলেছিলেন| কে কথা বলছেন সেটা অস্পষ্ট|

বৃহৎ নগরটি বিভক্ত হয়েছিল

AT: " ভূমিকম্প বৃহৎ নগরটিকে বিভক্ত করেছিল" (প্রতক্ষ্য বা পরোক্ষ দেখুন)

তারপর ঈশ্বরের সাক্ষাতে স্মরণ করা গেল

" তারপর ঈশ্বর স্মরণ করলেন" অথবা "তারপর ঈশ্বর ভাবলেন"

তিনি তাঁর ভয়ঙ্কর ক্রোধের মদ্যপূর্ণ পানপাত্রটি সেই নগরকে দিলেন

ঈশ্বর মানুষদের চরম শাস্তি দিলেন এবং তাদেরকে চরম ভোগান্তি দিলেন৷ (রূপক দেখুন)

তিনি সেই নগরকে পানপাত্রটি দিলেন

" তিনি সেই নগরকে সেই পানপাত্র থেকে পান করতে বাধ্য করলেন"

মদ্যটি তৈরী হয়েছিল

AT: " সেই মদ্য যা প্রতিনিধিত্ব করে"