Door43-Catalog_bn_tn/REV/16/04.md

2.1 KiB
Raw Permalink Blame History

তার বাটি ঢেলে দিলেন

AT: " তার বাটির মদ্য ঢেলে দিলেন" অথবা " ঈশ্বরের ক্রোধ যা তার বাটিতে ছিল তা তিনি ঢেলে দিলেন" (রূপক দেখুন)

নদী ও জলের ঝরনাগুলি

এর অর্থ সমস্ত মিষ্টি জলাশয়গুলি|(অর্থালঙ্কার দেখুন)

জলসমূহের দূত

এটি তৃতীয় দূতকে দেখায়| তিনি নদী ও জলের জলে ঈশ্বরের ক্রোধ ঢেলে দেবার দায়িত্বে ছিলেন৷

তুমি ন্যায়পরায়ণ

"তুমি" দ্বারা ঈশ্বরকে বোঝানো হয়েছে| (তুমি'র রূপ দেখুন)

যিনি ছিলেন ও যিনি আছেন

একই ধরনের বাক্যাংশের জন্য ১: দেখুন

তারা তোমার সন্ত ও ভাববাদীদের রক্ত ঢেলে দিয়েছেন

AT: " মন্দ লোকেরা সন্ত ও ভাববাদীদের হত্যা করেছিল" (রূপক দেখুন)

তুমি তাদের রক্ত পান করতে দিয়েছিলে

ঈশ্বর মন্দ লোকেদের সেই জলসমুহ পান করতে দেবেন যেগুলি রক্তে পরিনত হয়ে গিয়েছিল|

আমি বেদির জবাব শুনলাম

সম্ভাব্য অর্থগুলি হল ১) "যে দূত বেদির কাছে ছিলেন আমি তার কথা শুনলাম অথবা ২) আমি বেদির নিচে সন্তদের প্রানের রব শুনলাম" (লক্ষ্যার্থক শব্দ দেখুন)