Door43-Catalog_bn_tn/REV/08/10.md

1023 B

আর মশালের মত জলন্ত একটি বিরাট তারা আকাশ থেকে পড়ল

" এবং একটি বিশাল তারা যা মশালের মত জ্বলছিল আকাশ থেকে পড়ল|" বিশাল তারাটির আগুনটি মশালের আগুনের মত দেখতে (উপমা দেখুন)

মশাল

একটি লাঠি যার এক প্রান্ত আলো যোগাবার জন্য জ্বালানো হয়

সেই তারাটির নাম নাগদানা

একটি তিক্ত গাছের নাম অনুসারে এই তারাটির নাম "নাগদানা" দেওয়া হয়েছিল|

নাগদানা

তারাটির দ্বারা বিষাক্ত| AT: "তিক্ত" (UDB) অথবা "বিষাক্ত" (রূপক দেখুন)