Door43-Catalog_bn_tn/PHP/04/14.md

1.6 KiB

আমার কষ্টে

“যখন সবকিছু কঠিন হয়ে গিয়েছিল”

সুসমাচারের লক্ষ্যে

এটি যখন পৌল ভিন্ন ভিন্ন শহরে লোকেদেরকে যীশুর সম্পর্কে বলতে যেতেন সেই সময়টাকে বোঝায়|

কেবলমাত্র তোমরা ছাড়া আর কোনো মন্ডলী দান ও গ্রহণ করবার ক্ষেত্রে আমাকে সাহায্য করেনি

“কেবল তোমরাই একমাত্র মন্ডলী ছিলে যারা আমাকে অর্থ প্রেরণ বা সাহায্য করেছিল|”

আমি সেই ফলের চেষ্টা করি যা তোমাদের বিবেচনায় বৃদ্ধি পায়

পৌল মন্ডলীর দানকে একজন ব্যক্তির সম্পদের সাথে তুলনা করছেন যা উত্তরোত্তর বৃদ্ধি পায়| পৌল ফিলিপীয় মন্ডলীকে দান দিতে দেখতে চান যেন তারা আত্মিক আশীর্বাদগুলি লাভ করতে পারে| বিকল্প অনুবাদ: “আমিযে ঈশ্বরকে তোমাদের আরো বেশী বেশী আত্মিক আশীর্বাদ দিতে দেখতে চাই|” (রূপক দেখুন)