Door43-Catalog_bn_tn/PHP/02/03.md

1.4 KiB

স্বার্থপরতায় বা অসার অহংকারে কিছু করোনা

“ এমন কিছুই করোনা যা কেবল তোমাকেই খুশি করে বা অন্য মানুষদের চাইতে তোমায় অধিক গুরুত্বপুর্ণ বোধ করায়”

মনের মৃদুতায়

এখানে “মন” শব্দটি আমাদের মনোভাব এবং আমরা অন্যদের বিষয়ে কিভাবে চিন্তা করি তা বোঝায়| এটি এইভাবে অনুদিত হতে পারে “নম্র হও এবং চিন্তা কর|” (লক্ষ্যার্থক শব্দ দেখুন)

তোমাদের নিজেদের প্রত্যেকটি প্রয়োজনের জন্য সন্ধানী হয়োনা

“সন্ধানী হওয়া” এই বাক্যাংশটি একটি বাগধারা যার অর্থ “ যত্ন নেওয়া” বা “চিন্তিত হওয়া|” এটি এইভাবে অনুদিত হতে পারে “কেবলমাত্র নিজেদের প্রয়োজনের বিষয়ে চিন্তিত হয়োনা” (বাগধারা দেখুন)