Door43-Catalog_bn_tn/PHP/01/18.md

1.9 KiB

তাতে কি

পৌল ব্যাক্ত করেন যে তাদের মধ্যে কয়েকজন কেন সুসমাচার প্রচার করছে তা গুরুত্বপুর্ণ নয়|এটি এইভাবে অনুদিত হতে পারে “আমি পরোয়া করিনা|”

কপটতায় বা সত্যে, যে ভাবেই হোক, খ্রীষ্ট ঘোষিত হচ্ছেন

“যতক্ষণ মানুষ খ্রীষ্ট সম্পর্কে প্রচার করে, তারা তা ভালো উদ্দেশ্যে করে নাকি মন্দ উদ্দেশ্যে করে সেটা কোনো ব্যাপার নয়|”

এবং আমি তাতে আনন্দ করি

“আমি খুশি কারণ লোকেরা যীশুর বিষয়ে প্রচার করছে”

হ্যাঁ সত্যিই

“একদম” অথবা “নিশ্চিতভাবেই”

আমি আনন্দিত হব

“ আমি উদযাপন করব” অথবা “ আমি খুশি হব”

এটি আমার মুক্তির দিকে চালিত হবে

“ঈশ্বর আমাকে কারাগার থেকে মুক্ত করবেন”

তোমাদের প্রার্থনা এবং যীশু খ্রীষ্টের আত্মার সরবরাহের কারণে

“কারণ তোমরা প্রার্থনা করছ এবং যীশু খ্রীষ্টের আত্মা আমাকে সাহায্য করছেন৷”

যীশু খ্রীষ্টের আত্মা

এটি এইভাবে অনুদিত হতে পারে “পবিত্র আত্মা”