Door43-Catalog_bn_tn/MRK/09/11.md

1.2 KiB

যীশু পিতর,যাকোব,এবং যোহন একটি উঁচু পাহাড়ে গেলেন এবং যীশু সেখানে সাদা পোশাকে হাজির হলেন মোশি এবং এলিয়ের সহিত.

এলিয় প্রকৃতপক্ষে নেই....মানুষ তাকে ঘৃণা করবে?

ভবিষ্যবাণী এই এলিয়কে স্বর্গ থেকে আবার আসতে হবে, যীশুখ্রীষ্ট তারপর, মনুষ্যপুত্র, পৃথিবীতে আসবেন রাজত্ব এবং শাসন করতে.পূর্বে বলা ভবিষ্যবাণীতে বলা হয়েছে মনুষ্যপুত্রকে জগতেরলোক তাকে ঘৃণা করবে.শিষ্যরা দিশেহারা এইভেবে উভয় সত্য কিভাবে হতে পারে.

এলিয় এসেছে

ভবিষ্যবাণীতে, সেখানে প্রায়ই দ্বিগুনপূর্ণতা আসে.