Door43-Catalog_bn_tn/MRK/02/20.md

1.7 KiB

বরকে তুলে নেওয়া হবে

যীশু তাঁর নিজের মৃত্যু এবং পুনরুত্থান এবং আরোহণের বিষয়ে বলেন, কিন্তু যারা যীশুকে হত্যা করেছিল তারাও না এবং ঈশ্বর যিনি তাকে পুনরুত্থান করেছেন এবং স্বর্গে নিয়ে গিয়েছেন তিনিও না, তারা যারা বরকে তুলে নিয়ে যাবে| তোমাদের ভাষা আবশ্যক হলে বক্তা উল্লেখ করেছেন যতটা সম্ভব সাধারণ হতে| বিকল্প অনুবাদ: "তারা বরকে তুলে নিয়ে যাবে" অথবা "বর চলে যাবে|" (দেখুন: উপমা এবং সক্রিয় অথবা নিস্ক্রিয়)

তাদের...তারা

বিবাহের পরিচারক

পুরানো কাপড়ে কেউ কোরা কাপড় দিয়ে তালী দেয় না

একটি পুরনো কাপড়ের উপরে নতুন কাপড় সেলাই করা হলে সেই পুরানো কাপড়টি ছিদ্র হয়ে আরো খারাপ হয়ে যাবে যদিও নতুন কাপড়ের টুকরো সংকুচিত নয়| নতুন কাপড় এবং পুরানো কাপড় দুটোই নষ্ট হয়ে যাবে| (দেখুন: স্পষ্ট এবং অন্তর্নিহিত)