Door43-Catalog_bn_tn/MRK/02/08.md

2.1 KiB

তারা নিজেদের মনে মনে চিন্তা

ভাবনা করছিল

ধর্মীয় শিক্ষকেরা প্রত্যেকে নিজেদের মধ্যে এইরকম ভাবছিল; তারা একে

অপরের মধ্যে কথা বলছিল না|

কেন তোমরা হৃদয়ের মধ্যে এইরকম ভাবছ?

যীশুর কর্তৃত্বের অধিকারে সন্দেহ করার জন্য তিনি ধর্মীয় শিক্ষকদের ধমক দিয়েছিলেন| বিকল্প অনুবাদ: "ধর্মীয় শিক্ষকেরা আমার কর্তৃত্বের বিষয়ে জিজ্ঞাসা করেন|" (দেখুন: অলঙ্কারশাস্ত্র সংক্রান্ত প্রশ্ন)

কি সহজ...?

যীশু ধর্মীয় শিক্ষকদের স্মরণ করিয়ে দিতে এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে তারা বিশ্বাস করত যে সেই মানুষটির পক্ষাঘাত হয়েছে তার নিজের পাপের কারণে এবং যে যদিও তার পাপ ক্ষমা করা হয়, সে হাঁটতে সক্ষম হবে, যাতে যখন তিনি পক্ষাঘাতগ্রস্থ লোকটিকে সুস্থ করেন, ধর্মীয় শিক্ষকেরা জানতে পারে যে তিনি পাপ ক্ষমা করতে পারেন| (দেখুন: অলঙ্কারশাস্ত্র সংক্রান্ত প্রশ্ন)

কি বলা সহজ...'তোমার পাপ ক্ষমা হল' অথবা বলা 'ওঠ...এবং হাঁট?

"এটা বলা সহজ..'তোমার পাপ ক্ষমা করা হল? অথবা এটা বলা সহজ 'ওঠ...এবং হাঁট?"