Door43-Catalog_bn_tn/MRK/02/05.md

2.0 KiB
Raw Permalink Blame History

তাদের বিশ্বাস দেখে

"যে বুদ্ধিমান লোকের বিশ্বাস ছিল" এই অর্থ হতে পারে ১) একমাত্র সেই লোকটি বিশ্বাস করত যে পক্ষাঘাতগ্রস্থ মানুষটিকে বহন করেছিল অথবা ২) সেই পক্ষাঘাতগ্রস্থ মানুষটিকে যে বহন করে এনেছিল তার বিশ্বাস ছিল|

পক্ষাঘাতগ্রস্থ মানুষ

"যে মানুষ হাঁটতে পারে না"

পুত্র

যীশু দেখিয়েছেন যে পিতা যেমন পুত্রের প্রতি যত্নবান তেমনি তিনিও মানুষের প্রতি তেমনি যত্নবান| (দেখুন: উপমা)

তোমার পাপ ক্ষমা করা হল

এই অর্থ হতে পারে ১) "ঈশ্বর তোমার পাপ ক্ষমা করেছে" (দেখুন: ২:) অথবা "আমি তোমার পাপ ক্ষমা করেছি" (দেখুন: ২:১০)

তাদের হৃদয়ে এই আলোচনা এল

"নিজেদের মধ্যে তারা এই আলোচনা করলো"

এই মানুষটি কিভাবে এরকম কথা বলতে পারে?

"এই লোককে এইভাবে কথা বলা উচিত নয়|" (দেখুন: অলঙ্কারশাস্ত্র সংক্রান্ত প্রশ্ন)

ঈশ্বর ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে?

"একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারে|" (দেখুন:অলঙ্কারশাস্ত্র সংক্রান্ত প্রশ্ন)