Door43-Catalog_bn_tn/MRK/01/40.md

1.5 KiB

একজন কুষ্ঠরোগী তাঁর কাছে এসেছিল; সে তাঁর কাছে নত হয়ে অনুরোধ করেন| সে তাঁকে বলে

"একজন কুষ্ঠরোগী যীশুর কাছে এসেছিল; কুষ্ঠরোগীটি যীশুর কাছে নত হয়েছিল| কুষ্ঠরোগীটি যীশুকে বললো"

যদি আপনার ইচ্ছা হয়

"যদি আপনার ইচ্ছা হয় আমাকে শুচি করুন"

আপনি আমাকে শুচি করতে পারেন

"আপনি আমাকে সুস্থ করতে পারেন" কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদেরকে অশুচি হিসাবে বিবেচনা করা হত এবং সমাজ থেকে বাইরে বের করে দেওয়া হত, কিন্তু যখন কুষ্ঠ রোগ থেকে শুচি হত, তখন সেই ব্যক্তিকে সমাজে ফিরিয়ে আনা হত| (দেখুন: বাক্যালঙ্কার বিশিষ্ট লক্ষণ)

আমার ইচ্ছা

"আমি শুচি করতে চাই" # আমার ইচ্ছা

"আমার ইচ্ছা যে তুমি শুচি হও"