Door43-Catalog_bn_tn/MAT/27/15.md

1.1 KiB

রোমীয় শাসনকর্তার সামনে যীশুর কষ্টভোগের ধারাবাহিক বিবরণ ৷

এখন

এই শব্দটির এখানে ব্যবহার করা হয়েছে যাতে মূল গল্পের মধ্যে একটি বিরতি চিহ্নিত করা যায়, যাতে লেখক তথ্য দিয়ে পাঠককে পূর্বে কি ঘটেছিল সেই বিষয়ে সাহায্য করতে পারেন

(লেখার ধরন ও পটভূমির তথ্য)

ভোজ

যে ভোজ নিস্তারপর্বের (২৬: ২) সময় পালিত হয়

বন্দী যাকে লোকেরা নির্বাচন করত

"একজন বন্দী যাকে জনতার মাধ্যমে নির্বাচিত হয়েছে" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

কুখ্যাত

মন্দ কাজের জন্য কুখ্যাত