Door43-Catalog_bn_tn/MAT/27/11.md

1.8 KiB

২৭:২ থেকে, রোমীয় শাসনকর্তার সামনে যীশুর কষ্টভোগের ধারাবাহিক বিবরণ ৷

এখন

যদি আপনার ভাষায় বিরতির পর একটি গল্পকে অব্যাহত রাখার অন্য কোনো উপায় থাকে, তবে আপনি তা এখানে করতে পারেন৷

শাসনকর্তা

পীলাত (২৭: ১)

তুমিই বললে

"তুমিই এটা স্বীকার করলে" (দেখুন: বাগ্ধারা)

কিন্তু প্রধান যাজকেরা ও প্রাচীনেরা তাঁর উপরে মিথ্যা দোষ দিতে লাগল

"কিন্তু যখন প্রধান যাজকরা ও প্রাচিনরা তাঁকে দশ দিতে লাগলো" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

তোমার বিরুদ্ধে এইসব কথা তুমি কি শুনছ না ?

"আমি বিস্মিত হচ্ছি যে এই লোকদের যারা তোমাকে মন্দ কাজ করার জন্য দোষারোপ করছে আর তুমি কোন উত্তর দিচ্ছ না" (দেখুন: উপলদ্ধিমূলক প্রশ্ন)!

একটি কথারও, তাই দেখে শাসনকর্ত্তা খুবই আশ্চর্য্য হলেন

"একটি শব্দও; এটি শাসনকর্ত্তাকে খুবই আশ্চর্য্য করল"