Door43-Catalog_bn_tn/MAT/26/62.md

2.0 KiB

মহাযাজক যীশুকে জিজ্ঞাসাবাদ করেন, এত সেই ঘটনার ধারাবাহিক বিবরণ৷

তারা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে

"এই সাক্ষীরা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে"

আমাদের বল দেখি, তুমি কি সেই খ্রীষ্ট

"আমাদের বলো যদি তুমি সেই খ্রীষ্ট হও"

তুমি নিজেই বললে

"যেমন তুমি বললে যে, তুমিই সেই " বা "এইমাত্র তুমি তা স্বীকার করলে" (দেখুন: বাগ্ধারা)

কিন্তু আমি তোমাদের বলছি, এখন থেকে তোমরা

যীশু মহাযাজক এবং অন্য লোক যারা সেখানে ছিল তাদের সঙ্গে কথা বলছিলেন৷

এখন থেকে তোমরা মনুষ্যপুত্রকে

সম্ভাব্য অর্থ: ১) তারা মনুষ্যপুত্রকে ভবিষ্যতে কোনো এক সময়ে দেখবে (UDB দেখুন) অথবা ২) "এখন থেকে" যীশু তাঁর মৃত্যুর সময়, তাঁর মৃত্যু থেকে জীবিত হওয়া এবং স্বর্গে ফিরে যাওয়ার বিষয়কে বোঝাতে চেয়েছেন৷

পরাক্রমের ডান পাশে

"সর্বশক্তিমান ঈশ্বরের ডানপাশে"

আকাশে মেঘের মধ্যে দিয়ে আসবে

"আকাশের মেঘে চড়ে পৃথিবীতে আসতে দেখবে"