Door43-Catalog_bn_tn/MAT/26/30.md

1.2 KiB

যীশু তাঁর শিষ্যদের অবিরত শিক্ষা দিতে লাগলেন যখন তারা জৈতুন পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছিলেন৷

স্তবগান

ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসামূলক গান

পতিত হবে

"আমাকে ত্যাগ করবে"

পালের মেষরা চারদিকে ছড়িয়ে পড়বে

১) "তারা পালের সব ভেড়া ছড়িয়ে দেব" (UDB) বা ২) "পালের সমস্ত ভেড়া চারিদিকে পালিয়ে যাবে "

পালের ভেড়া

শিষ্যরা (দেখুন: রূপক)

পরে আমি জীবিত হব

"পরে ঈশ্বর আমাকে জীবিত করে তুলবেন" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

আমি জীবিত হব

"ঈশ্বর আমাকে মৃত্যু থেকে জীবিত করবেন৷"