Door43-Catalog_bn_tn/MAT/25/44.md

1.2 KiB

যীশু তাঁর শিষ্যদের কিভাবে তিনি শেষ সময়ে লোকদের বিচার করবেন সে বিষয়ে অবিরত বলতে লাগলেন৷

তারাও উত্তর দেবে

"যারা তাঁর বাঁ দিকে" (২৫:৪১) তারাও উত্তর দেবে

এই ক্ষুদ্রতমদের কোন এক জনের প্রতি

"আমার লোকদের এই কম গুরুত্বপূর্ণ কোন এক জনের প্রতি"

তোমরা তা আমার জন্য কর নি

"তুমি আমার জন্য তা করনি বলে আমি গন্য করেছি" অথবা "সত্যিই আমিই সেই যাকে তুমি সাহায্য করনি"

অনন্তকালীন শাস্তি

"যে শাস্তি কখনো শেষ হবে না"

ধার্মিকরা অনন্ত জীবনে

"ধার্মিক লোকেরা অনন্ত জীবনে প্রবেশ করবে৷"