Door43-Catalog_bn_tn/MAT/25/34.md

1010 B

যীশু তাঁর শিষ্যদের কিভাবে তিনি শেষ সময়ে লোকদের বিচার করবেন সে বিষয়ে অবিরত বলতে লাগলেন৷

রাজা

"মনুষ্যপুত্র" (২৫:৩১)

তাঁর ডান দিকের লোকদের

"মেষ" (২৫:৩৩)

এস, তোমরা আমার পিতার আশীর্বাদ ধন্য পাত্রেরা:

"তোমদের যাদের আমার পিতার আশীর্বাদ করেছেন, এস৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

যে রাজ্য তোমাদের জন্য তৈরী করা হয়েছে, তার অধিকারী হও:

"যে রাজ্য ঈশ্বর তোমাদের জন্য তৈরী করেছেন, তার অধিকারী হও৷