Door43-Catalog_bn_tn/MAT/24/29.md

961 B

যীশু তাঁর শিষ্যদের অবিরত বলতে লাগলেন যে তিনি ফিরে আসার আগে কি ঘটবে৷

সঙ্গে সঙ্গেই

"ততক্ষনাৎ"

সেই সময়ে

যা সময়ের বর্ণনা ২৪: ২৩

২৮ এ করা হয়েছে

সূর্য অন্ধকার হয়ে যাবে

"ঈশ্বর সূর্যকে অন্ধকার করে দেবেন৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

আকাশমণ্ডলে মহা আলোড়নের সৃষ্টি হবে

"যা কিছু আকাশে আছে বা তার উর্দ্ধে ঈশ্বর সমস্ত কিছু কম্পিত করবেন৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)