Door43-Catalog_bn_tn/MAT/21/33.md

1.0 KiB

যীশু দ্বিতীয় দৃষ্টান্তের মধ্য দিয়ে ধর্মীয় নেতাদের উত্তর দিলেন, এটি সেই ঘটনার ধারাবাহিক বিবরণ৷

একজন ব্যক্তির অনেক জমি ছিল

"একটি জমির মালিকের অনেক সম্পত্তি ছিল"

এটি আঙুরচাষীদের ভাড়া দিলেন

"আঙ্গুর ক্ষেতের ভার আঙুরচাষীদের উপর দিলেন৷" সেই মালিকের তখনও সেই আঙ্গুর ক্ষেতের উপরে নিয়ন্ত্রণ ছিল৷

আঙুরচাষী

সেই সমস্ত মানুষ যারা জানে কিভাবে সঠিক পদ্ধতিতে আঙ্গুর গাছ ও আঙ্গুরের যত্ন নিতে হয়৷