Door43-Catalog_bn_tn/MAT/21/04.md

1.3 KiB

যীশু গাধায় করে যিরূশালেমে প্রবেশ করছেন এটি সেই ঘটনার ধারাবাহিক বিবরণ৷

এমনটি হল যেন যা কিছু ভাববাদীর মাধ্যমে বলা হয়েছিল তা যেন পূর্ণ হয়

"ঈশ্বর তাঁর ভাববাদীর মাধ্যমে এই কথা অনেক বছর আগে বলেছিলেন যে এটি ঘটতে চলেছে৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

যা ভাববাদীর মাধ্যমে বলা হয়েছিল

"এটি ঘটার পূর্বে যা একজন ভাববাদী বলেছিলেন৷ (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

সিয়োন কন্যা

ইস্রায়েল (দেখুন: বাক্যালংকার)

গাধা

এই পশুটিকে দরিদ্র লোকেরা বাহক হিসাবে ব্যবহার করে থাকে৷

গাধা শাবক

"বাচ্চা পুরুষ গাধা"