Door43-Catalog_bn_tn/MAT/20/29.md

1.1 KiB

এই ঘটনাটির শুরু হয় যেখানে যীশু দুজন অন্ধকে সুস্থ করেন৷

যখন তাঁরা যাচ্ছিলেন

এটি শিষ্যদের এবং যীশুর সম্পর্কে বলা হয়েছে৷

তাঁকে অনুসরণ করল

"যীশুকে অনুসরণ করল"

দেখ

লেখক বিস্ময়কর তথ্যর দিকে মনোযোগ দিতে পাঠকদের বলছেন৷ আপনার ভাষায় এটি করার অন্য কোনো উপায় থাকতে পারে৷

যাচ্ছিলেন

তাঁদের সঙ্গে সেখান দিয়ে যাচ্ছিলেন

তারা আরও চিৎকার করে বলল

"সেই অন্ধ লোকেরা আগের থেকে অনেক বেশি চেঁচিয়ে বলল" বা "তারা জোরে চিত্কার করল"