Door43-Catalog_bn_tn/MAT/20/17.md

1.3 KiB

যীশু তাঁর শিষ্যদের অবিরত শিক্ষা দিতে লাগলেন যখন তাঁরা যিরূশালেমে যাচ্ছিলেন৷

আমরা যাচ্ছি

যীশু সহ শিষ্যরাও ছিলেন

(দেখুন: অন্তর্ভুক্তিকরণ)

মনুষ্যপুত্রকে সমর্পণ করা হবে

"কোনো একজন মনুষ্যপুত্রকে সমর্পণ করবে" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

তারা তাঁকে দোষ দেবে....... এবং ঠাট্টা করার জন্য অযিহুদীদের হাতে তাঁকে হাতে তুলে দেওয়া হবে

প্রধান যাজকেরা ও ব্যবস্থার শিক্ষকরা নিন্দা করবে ও অযিহুদীদের হাতে তাঁকে তুলে দেব, আর অযিহুদীরা উপহাস করবে৷

তিনি মৃত্যু থেকে জীবিত হবেন

"ঈশ্বর তাকে জীবিত করবেন৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)