Door43-Catalog_bn_tn/MAT/20/15.md

1.1 KiB

একজন জমির মালিক তাঁর দাসদের বেতন দিচ্ছেন সেই বিষয়ে যীশু অবিরত তাঁর দৃষ্টান্তকে বলতে লাগলেন৷

আমার নিজের যা, তা নিজের ইচ্ছামত ব্যবহার করার অধিকার কি আমার নেই ?

"আমি আমার নিজের ধন

সম্পত্তির সঙ্গে যা ইচ্ছা তাই করতে পারি"(দেখুন: উপলদ্ধিমূল প্রশ্ন)

বৈধ

"আইনসম্মত" বা "ন্যায্য" বা "অধিকার"

না আমি ভাল বলে তোমার চোখে তা খারাপ লাগছে?

"তোমাদের অসন্তুষ্ট হওয়া উচিত নয় কারণ আমি সেই সমস্ত লোক যারা তা অর্জন করে নি তাদের জন্য ভাল কাজ করেছি"