Door43-Catalog_bn_tn/MAT/20/05.md

543 B

একজন জমির মালিক তাঁর দাসদের বেতন দিচ্ছেন সেই বিষয়ে যীশু অবিরত তাঁর দৃষ্টান্তকে বলতে লাগলেন৷

তিনি আবার বাইরে গেলেন

"সেই জমির মালিক আবার বাইরে গেলেন৷"

অলস দাঁড়িয়ে

"কিছুই করছে না" অথবা "যাদের কোন কাজ ছিল না"