Door43-Catalog_bn_tn/MAT/19/29.md

749 B

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে অবিরত শিক্ষা দিতে লাগলেন৷

একশো গুন পাবে

"যত ভাল জিনিস তারা ত্যাগ করেছে তার একশো গুন পাবে৷"

অনেকে যারা এখন প্রথম তারা শেষে পড়বে

এমন অনেকে আছে যারা জগতের চোখে প্রথম, এইরকম যারা ধনী এবং যারা অন্যদের শাসন করে, একদিন ঈশ্বরের রাজ্যে শেষে পড়বে৷