Door43-Catalog_bn_tn/MAT/19/25.md

1.1 KiB

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে অবিরত শিক্ষা দিতে লাগলেন৷

তারা খুবই আশ্চর্য হল

"শিষ্যরা অবাক হলেন"

তবে কে পাপের ক্ষমা পেতে পারে?

সম্ভাব্য অর্থ: ১) তারা একটি উত্তরের আশা করছিলেন বা ২) "তবে কেউই উদ্ধার পাবে না" (দেখুন: উপলদ্ধিমূলক প্রশ্ন)

আমরা সবকিছুই ত্যাগ করেছি

"আমরা আমাদের সব সম্পদ ত্যাগ করেছি" বা, "আমরা আমাদের সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছি৷"

তবে আমরা কি পাব?

"কোন উত্তম জিনিস ঈশ্বর আমাদের দেবেন৷"