Door43-Catalog_bn_tn/MAT/19/13.md

1.0 KiB

লোকরা যীশুর কাছে শিশুদের নিয়ে এল৷

কতগুলি শিশুকে তাঁর কাছে আনা হল

"কিছু লোক যীশুর কাছে ছোট শিশুদের নিয়ে এল৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

আজ্ঞা দিলেন

"অনুমতি"

আমার কাছে আসতে তাদের বারণ কোরো না

"তাদেরকে আমার কাছে আসতে বাধা দিয়ো না"

কারণ স্বর্গ

রাজ্য এই রকম লোকেদেরই

"স্বর্গ

রাজ্য এইসব লোকদেরই যারা এইরকম" বা "শুধুমাত্র সেই সমস্ত মানুষ যারা এই ছোট ছোট ছেলেমেয়েদের মত তারাই স্বর্গ

রাজ্য প্রবেশ করবে"