Door43-Catalog_bn_tn/MAT/19/07.md

1.4 KiB

যীশু বিবাহ এবং বিবাহবিচ্ছেদ সম্বন্ধে অবিরত শিক্ষা দিতে থাকেন৷

তারা তাঁকে বলল

"ফরীশীরা যীশুকে বলল"

আমাদের আদেশ করুন

"আমাদের যিহূদীদের আদেশ করুন৷"

বিবাহবিচ্ছেদের ত্যাগপত্র

যে নথি আইনতভাবে বিবাহের সম্পর্ককে শেষ করে৷

কিন্তু একদম প্রথম থেকে এমন ছিল না

"যখন ঈশ্বর পুরুষ এবং নারী সৃষ্টি করেছিলেন, তিনি তাঁদের জন্য কখনই বিবাহবিচ্ছেদের পরিকল্পনা করেন নি৷

ব্যভিচার ছাড়া

"যৌন অবিশ্বস্ততা ছাড়া"

এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করে, সেও ব্যভিচার করে

অনেক প্রাচীন অনুলিপিতে এই কথাগুলো অন্তর্ভুক্ত করা হয় নি৷