Door43-Catalog_bn_tn/MAT/17/22.md

938 B

যীশু গালীলের তাঁর শিষ্যদের শিক্ষা দিচ্ছেন৷

তাঁরা ছিলেন

"শিষ্যরা এবং যীশু একসঙ্গে ছিলেন৷"

মনুষ্যপুত্র সমর্পিত হবেন

"কেউ মনুষ্যপুত্রকে সমর্পণ করবে" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

তারা তাঁকে হত্যা করবে

"কর্তৃপক্ষ মনুষ্যপুত্রকে হত্যা করবে"

তিনি জীবিত হয়ে উঠবেন,

"ঈশ্বর তাকে জীবিত করবেন৷" অথবা "তিনি আবার জীবন ফিরে পাবেন৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)