Door43-Catalog_bn_tn/MAT/17/03.md

1.5 KiB

যীশু তাঁর তিনজন শিষ্যকে তাঁর মহিমা দেখান এটি তার ধারাবাহিক বিবরণ৷

দেখ

এই শব্দটি বিস্ময়কর তথ্য যা ঘটতে চলেছে তার দিকে মনোযোগ দিতে আমাদের সতর্ক করে৷

তাঁদের

সেই সব শিষ্যরা যারা যীশুর সঙ্গে ছিলেন৷

উত্তর দিলেন ও বললেন

"বললেন৷" পিতর একটি প্রশ্নের দিকে সাড়া দিচ্ছেন না৷

এখানে আমাদের থাকা ভাল

সম্ভাব্য অর্থ: ১) "এটা ভাল যে আমরা শিষ্যরা এখানে আপনার, মোশি ও এলিয়ের সঙ্গে আছি" বা ২) "এটা ভাল যে আপনি, মোশি ও এলিয় এবং আমরা শিষ্যরা সবাই এখানে একসঙ্গে আছি৷"(দেখুন: অন্তর্ভুক্তিকরণ)

আশ্রয়কেন্দ্র

সম্ভাব্য অর্থ: ১) এমন জায়গা যেখানে মানুষ আরাধনা করতে আসে (UDB দেখুন) ২)মানুষের শোয়ার জন্য অস্থায়ী জায়গা৷