Door43-Catalog_bn_tn/MAT/16/27.md

1.0 KiB

যীশু তাঁর শিষ্যদের বলতে লাগলেন তাঁকে অনুসরণ করার মুল্য কেমন৷

কোন মতে মৃত্যু দেখবে না, যে পর্য্যন্ত মনুষ্যপুত্রকে তাঁর রাজ্যে আসতে দেখে

"তাঁদের মৃত্যুর পূর্বে মনুষ্যপুত্রকে তাঁর রাজ্যে আসতে দেখবে৷"

মৃত্যু আস্বাদন করবে না

"মৃত্যুর অভিজ্ঞতা হবে না" বা "মরবে না৷"

মনুষ্যপুত্র তাঁর রাজ্যে আসবেন

"যতক্ষণ না তারা আমাকে আমার রাজ্যে আসতে দেখছে৷" (দেখুন: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ বা উত্তম পুরুষ)৷