Door43-Catalog_bn_tn/MAT/16/21.md

10 lines
994 B
Markdown

যীশু তাঁর শিষ্যদের বলতে শুরু করলেন তাঁকে অনুসরণ করার মুল্য কেমন৷
# সেই সময় থেকে
পরে যীশু যখন তাঁর শিষ্যদের তিনিই যে খ্রীষ্ট সেই বিষয়ে কাউকে কিছু না বলতে আদেশ দিলেন, তখন তিনি তাঁর নিজের জন্য ঈশ্বরের পরিকল্পনার কথা বললেন৷
# মৃত্যু বরণ করতে হবে
"তারা তাঁকে হত্যা করবে৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)
# তৃতীয় দিনে আবার জীবিত হয়ে উঠবেন
"তৃতীয় দিনে, ঈশ্বর তাঁকে আবার জীবিত করবেন৷"