Door43-Catalog_bn_tn/MAT/14/16.md

1.0 KiB

যীশু সেইসব লোকদের ভোজন করান যারা তাঁকে সেই নির্জন স্থানে অনুসরণ করেছিল৷

তাদের কোন প্রয়োজন নেই

"ভিড়ের মধ্যে সেইসব লোকেদের কোন প্রয়োজন নেই৷"

তোমরা তাদের দাও

"তোমরা" শব্দটি বহুবচনে আছে, এখানে শিষ্যদের উল্লেখ করা হয়েছে৷ (দেখুন: তুমির প্রকারভেদ)

তাঁরা তাঁকে বলল

"শিষ্যরা যীশুকে বললেন৷"

পাঁচটা রুটি ও দুটো মাছ

"৫টি রুটি এবং ২টি মাছ৷" (দেখুন: সংখ্যা অনুবাদ)

আমার কাছে আন

"আমার কাছে রুটি ও মাছ নিয়ে এসো৷"